রবিবার , ২৬শে মে, ২০২৪ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১৭ই জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > তুরস্কের সেনা অভিযানে কুর্দিবাহিনীর ১০০ সদস্য নিহত

তুরস্কের সেনা অভিযানে কুর্দিবাহিনীর ১০০ সদস্য নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
তুরস্কের সেনা অভিযানে নিষিদ্ধ ঘোষিত কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র প্রায় একশ’ সদস্য নিহত হয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এ অভিযান চালানো হয়েছে।

তুর্কি জেনারেল স্টাফের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে এবং এতে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেয়া হয়নি। এতে বলা হয়েছে, হাককারি এবং সিরনাক প্রদেশের দু’টি এলাকায় গত দু’সপ্তাহব্যাপী এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ধ্বংস হয়েছে পিকেকে’র ১২ গোপন আস্তানা । এ ছাড়া, ব্যাপক অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের কুর্দি অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি করে আসছে। তুরস্ক পিকেকেকে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পাশাপাশি নিষিদ্ধও করেছে।

পিকেকে এবং তুর্কি সরকারের মধ্যে নাজুক যুদ্ধবিরতি ২০১৫ সালের জুলাইয়ে ভেঙ্গে যায়। সে থেকে পিকেকের বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে।

সূত্র : পার্সটুডে