রবিবার , ২৬শে মে, ২০২৪ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ , ১৭ই জিলকদ, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > শান্তির দূত হয়ে উ. কোরিয়া যাচ্ছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রোডম্যান

শান্তির দূত হয়ে উ. কোরিয়া যাচ্ছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রোডম্যান

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
হল হল ফেমের খ্যাতিমান মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান নর্থ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কেরিয়ার  খেলা সংক্রান্ত এক কাজে। কিন্তু, এটাকে সাংবাদিকরা দেখছেন কূটনীতিক সফর হিসেবে। কারণ রোডম্যান তার খেলোয়াড় জীবনের শুরুতে ছিলেন ট্রাম্পের প্রেডিডেন্ট-পূর্ব জীবনের রিয়েলিটি শো-এর এক শিক্ষানবিশ খেলোয়াড়। আর এর আগেরবার উত্তর কোরিয়া সফরে গিয়ে  রোডম্যান কিম-জং উনের সঙ্গে সাক্ষাত করেছিলেন। তাই রোডম্যান চীনের বেইজিং বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। তাদের  কৌতূহলী প্রশ্ন, আপনি যে উত্তর কোরিয়া যাচ্ছেন, কী বার্তা নিয়ে যাচ্ছেন? ট্রাম্প কি আপনাকে কোনো সংবাদ দিয়েছে কিম জং উনের জন্য?

রোডম্যান এসব প্রশ্নের কেনো উত্তর দেননি। শুধু জানিয়েছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমি কোনো রাজনৈতিক কাজে যাচ্ছি না। আমি যাচ্ছি দু দেশের মধ্যে প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা করতে। আর সেটা বাস্কেটবলের মধ্য দিয়েই হবে। সিএনএন