বিনোদন ডেস্ক ॥ পড়াশোনা, লেখালেখি, নাচ , মডেলিং, অভিনয় সব দিকেই তার পারদর্শিতা। কোথায় নেই মীম? নিজের প্রতিভার অপচয় না করে তাই সব দিকেই গেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। লাক্স তারকা হিসেবে মিডিয়ায় প্রবেশ এবং প্রথমেই জননন্দিত পরিচালক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পদার্পণ। তারপর আর থেমে থাকেননি।
বড় পর্দা ছুঁয়ে ছোট পর্দায় নিয়মিত হলেন। জনপ্রিয়তাও অর্জন করলেন। তাই এবার ফের মুখ ফেরাচ্ছেন বড় পর্দার দিকে।
আসন্ন ঈদ নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে তার। শ্যুটিংয়ের পর শ্যুটিং। সঙ্গে ছুটছেন মীমের মা। মেয়েকে একা কোথাও যেতে না দেয়ার অভ্যেসটা তার রয়েই গেছে। তাই প্রত্যেক শ্যুটিংয়েই ছায়ার মতো পাশে আছেন তিনি। বুধবার সন্ধ্যায় মায়ের হাত পেরিয়ে পৌঁছুতে হলো শ্যুটিংয়ে ব্যস্ত মীমের কাছে।
মীম জানালেন, ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ত সময় যাচ্ছে। ঈদের পর ছোট পর্দায় কাজ কমিয়ে দেবেন। বেশকিছু চলচ্চিত্রে কাজ করবেন ঈদের পর।
তিনি আরো জানান, ঈদের পরপরই তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ ও মোস্তফা কামাল রাজের ‘কানামাছি’ চলচ্চিত্রের শ্যুটিং শুরু হবে। এরপর রিপন খানের ‘তুমি সন্ধ্যারো মেঘমালা’ চলচ্চিত্রের কাজ শুরু হবে। আরো কিছু চলচ্চিত্রের ব্যাপারে কাজ চলছে। তাই ঈদের পর চলচ্চিত্রের দিকেই মনোযোগী হতে হচ্ছে তাকে।
ঈদের ব্যস্ততা প্রসঙ্গে মীম বলেন, ‘ঈদের কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় যাচ্ছে। ঈদে প্রায় দশ বারোটি নাটকে কাজ করছি। এর মধ্যে অনিমেষ আইচ, অঞ্জন আইচ, মিজানুর রহমান আরিয়ান, রিপন খান, তুহিন অবন্ত, দীপঙ্কর দীপন, রুবায়েতসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ করেছি। ঈদে নাটকের বাইরে কিছু টক শোতেও অংশ নিয়েছি। এছাড়া এনটিভির জন্য একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি।’
সব মিলিয়ে মীম এখন তার ক্যারিয়ারের মধ্যগগণে। ছোট পর্দা, বড় পর্দার মাধ্যমে নিশ্চয়ই সে আলো ছড়িয়ে পড়ছে হাজারো মীম ভক্তদের চোখে…