বিনোদন ডেস্ক ॥ কথায় আছে ‘সঙ্গ দোষে লোহা ভাসে’। তাই এবার সকল খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। সম্প্রতি খারাপ কাজে উৎসাহ দেয়, এমন কিছু বন্ধু-বান্ধবীর নামের একটি তালিকা তৈরি করেছেন তিনি।
জানা গেছে, তালিকায় যাদের নাম তিনি লিখেছেন তারা এর আগে বিভিন্ন খারাপ কাজ করার জন্য তাকে উৎসাহিত করেছে। তাই খুব শিগগিরই এসব বন্ধুদের থেকে বিদায় নেবেন লিন্ডসে লোহান। ২৬ বছর বয়সি এই হলিউড অভিনেত্রী বর্তমানে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছেন।
লিন্ডসের বন্ধু মহলের একজন জানিয়েছেন, ‘লিন্ডসে সম্প্রতি তার ১০০ জন বন্ধুদের নামের একটি তালিকা তৈরি করেছেন। ইতিমধ্যেই সে ৮০জনের নাম কাট লিস্টে রেখেছে।