নেত্রকোনা প্রতিনিধি ॥ গত ৩০জুলাই মাননীয় রেলমন্ত্রী মজিবুল হক এম.পি হাওর এক্সপ্রেসের উদ্বোধন করেন মোহনগঞ্জ রেলওয়ে ষ্টেশনে। উদ্বোধনের পর রেলযোগে তিনি নেত্রকোনা বড় ষ্টেশনে আসেন। তার সফর সঙ্গী ছিলেন সদর আসনের এম.পি আশরাফ উদ্দিন খান খসরু, আটপাড়া-কেন্দুয়া আসনের এম.পি মঞ্জুল কাদের কোরাইশি, কলমাকান্দা-দূর্গাপুর আসনের এম.পি মোস্তাক আহাম্মেদ রুহি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, আহাম্মেদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ সহ-সম্পাদক নেতা শফি আহম্মেদসহ রেলওয়ের উর্দ্ধতন কয়েকজন কর্মকর্তা। যদিও নেত্রকোনা বড় ষ্টেশনে রেলমন্ত্রীসহ উক্ত গন্যমান্য ব্যক্তিবর্গ আসার ব্যাপারটি পূর্ব নির্ধারিত ছিল তবুও তাদের জন্য কোন ধরনের মঞ্চের ব্যবস্থা করা হয়নি। রেলমন্ত্রীসহ অতিথিরা চেয়ারে দাড়িঁয়ে বক্তৃতা দেন। এমনকি এক পর্যায়ে রেলমন্ত্রী চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। পরে দেখা যায়। রেলমন্ত্রী যে চেয়ারটিতে দাড়িঁয়ে ছিলেন সে চেয়ারটির ১টি পায়া আধাভাঙ্গা। আরও জানা যায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর সকল অঙ্গসংঘটনের প্রায় অধিকাংশ নেতা কর্মীর কেউই উক্ত অনুষ্ঠানে আসেননি। এর কারণ হিসাবে আওয়ামীপন্থী নেতারা মনে করেন সদর আসনের বর্তমান এম.পি আশরাফ উদ্দিন খান খসরুর স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও তৃনমূল নেতাকর্মীদের সাথে সম্পর্কের ঘাটতিই এর জন্য দায়ী। তারা আরও মনে করেন এতে আওয়ামীলীগের এমনকি রেলমন্ত্রীরও মান সম্মান ুন্ন হয়েছে।