বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিশরে কর্তৃপরে হুঁশিয়ারি উপো করে পদচ্যুৎ প্রেসিডেন্ট মুরসি সমর্থকরা গতকাল রাজধানী কায়রোসহ বিভিন্ন স্থানে বিােভ সমাবেশ করেছেন। অন্তর্র্বতী সরকার মুরসি সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার দু’দিন পর তারা নিজেদের অবস্থানে অনড় থেকে এ বিােভ সমাবেশ করেছেন। এ বিােভ সমাবেশকে ঘিরে অবশ্য সহিংসতার আশঙ্কা করা হয়েছিল। গতকাল জুমার নামাজের পরপরই মুরসি সমর্থকরা কায়রোতে বিােভ শুরু করেন। এ সমাবেশ নাসের সিটির বিভিন্ন রাস্তা প্রদণি করে। অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুরসি সমর্থকদের যে কোন ধরনের বিােভ সমাবেশ দমনের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত বিােভ সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা বাহিনীর অভিযান প্রতিহত করতে মুরসি সমর্থকরা তাদের অবস্থানের চার পাশে ব্যারিকেড বা বালির বস্তা দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়েছে। এদিকে মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধিত্বকারী ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির এক সিনিয়র সদস্য ওয়ালিদ আল হাদ্দাদ আল-জাজিরাকে বলেছেন, মুরসির হাতে মতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান করবেন। সাাৎকারে তিনি বলেছেন, সারা মিশরে বিভিন্ন স্থান ছেড়ে জনগণ সরবে না। আমরা বৈধতা পুনঃপ্রতিষ্ঠা করতে এখানে এসেছি। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা রক্ত, অর্থ সবই বিসর্জন দিচ্ছি। জনগণ তাদের জায়গা থেকে একটুও সরে যাবে না। তাদের সরানোর একটাই উপায় আছে, সেটা হলো তাদের সবাইকে হত্যা করা।