বিনোদন ডেস্ক ॥ পর্নো তারকা আমান্দ সেফ্রিয়েডকে দেখা যাবে তার নতুন পর্নো ছবি ‘লাভলেইস’ এ। এ ছবিতে অন্যান্য সহ-অভিনেতাদের সাথে ঘনিষ্ঠ মেলামেশার দৃশ্য তার বাবার চোখে পড়া বিষয়ে তিনি বেশ বিচলিত।
২৭ বছর বয়সী এই অভিনেত্রী একটি প্রেস কনফারেন্সে বলেছেন- তিনি চান না তার বাবা তাকে এই ছবির নগ্ন দৃশ্যে দেখেন। একই সাথে তিনি চান নগ্ন ভালবাসার দৃশ্য চলাকালে তার বাবা যেন চোখ বন্ধ করে রাখেন।
সহ-অভিনেতা অ্যাডাম ব্রডি এবং পিটার সার্সগার্ড সেফ্রিয়েডের পেশাকে উৎসাহিত করে বলেছেন, ‘সেফ্রিয়েডের সাথে কাজ করতে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তার প্রতি তাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে।’