স্টাফ রিপোর্টার ॥ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে ৩০৬ কোটি ব্যয়ে নির্মিত কুড়িল ফাইওভার। আজ সকালে ফাইওভার চক্করে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ফাইওভারটি রাজউকের প্রত্য তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। ফাইওভারটির উচ্চতা ৪৭ দশমিক ৫৭ ফুট, প্রস্থ ৩০ দশমিক ১৮ ফুট। পাইল ২৯২ টি, পাইল ক্যাপ ৬৮ টি এবং পিয়ার ৬৭টি। ফাইওভারটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তি মালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ফাইওভারের লুপ চারটি। বনানী, কুড়িল, খিলতে ও পূর্বাচল প্রান্তে ওঠানামার জন্য এই চার দিক দিয়ে ফাইওভারে ওঠানামা করা যাবে। ফাইওভারটি সম্পূর্ণ টোল-ফ্রি। এ ছাড়া ফাইওভারের নিচ দিয়েও নির্মাণ করা হয়েছে তিন প্রান্তে তিনটি সংযোগ সড়ক। এর আগে ২০১০ সালের ২রা মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফাইওভার নির্মাণে প্রথমে ২৫৪ কোটি টাকা ব্যয় ধরা হলেও শেষ পর্যন্ত তা বেড়ে ৩০৬ কোটি টাকা হয়। প্রকল্পের পুরো অর্থ রাজউকের নিজস্ব তহবিল থেকে দেয়া হয়েছে।