স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীবাসী আবার ফেরা শুরু করেছেন কর্মচঞ্চল ঢাকায়। জামায়াতের হরতালের কারণে এবার ঈদ উদযাপন অনেকটা সংক্ষেপ করেছেন কর্মজীবীরা।
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি ছিল বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত। রোববার সকাল থেকেই কর্মব্যস্ত হয়ে উঠবে সরকারি-বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে ১৩ ও ১৪ আগস্ট জামায়াতের ডাকা হরতালের কারণে রোববার ভোর রাতেই রাজধানী বাসস্ট্যান্ডগুলোতে ভিড় দেখা গেছে।
রোববার থেকেই কর্মমুখর হয়ে উঠবে মেগা সিটির বেশির ভাগ প্রতিষ্ঠান। ফাঁকা রাস্তাগুলোয় আবারও চোখে পড়বে অতি চেনা দৃশ্য যান আর জনজট। হাজারো মানুষ ঢাকা ছেড়েছিলেন নাড়ীর টানে। আবার তারাই ঢাকায় ফিরছেন কর্মস্থলে যোগ দিতে। ফলে কাল থেকেই ঢাকা ফিরে পাচ্ছে তার চির চেনা রূপ।