জেলা প্রতিনিধি ॥
মাগুরা: মানবাধিকার সংগঠন অধিকার’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র’র মুক্তি দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- অধিকার’র মাগুরা শাখার উপদেষ্টা সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান, যুবদল নেতা আলমগীর হোসেন, অধিকার’র জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ কলিন্স প্রমুখ।
বক্তারা অ্যাডভোকেট আদিলুর রহমানের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।