আবদুল লতিফ আনসারী ॥
গাজীপুর জেলাধীন শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ ১৩ আগষ্ট অত্র শ্রীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল। আজ সকাল ১০.৩০ মিনিটে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে এলে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের মনোনয়ন পত্র জমা না নিয়ে তাদেরকে নির্বাচন স্থগিত হওয়ার কথা জানিয়ে দেয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে টানানো নির্বাচন ব্যবস্থাপনা সমম্বয় শাখা ১ এর সিনিয়র সহকারী সচিব মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়,শ্রীপুর পৌরসভার সীমানা সম্প্রসারণ কার্যক্রম বিবেচনাধীন থাকায় পূর্বে জারীকৃত নির্বাচনের সময়সূচী স্থগিত করা হয়েছে।