বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশের পন্য শুধু দেশেই নয় ছড়াতে হবে সম্পূর্ন বিশ্বব্যাপী। তাই বাংলাদেশি পণ্য পরিচিত করার লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে মনতাইল ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
গত ১৬ আগস্ট এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার আয়োজক শিকদার মো. শাখাওয়াত হোসেন রানার শুভেচ্ছা বক্ত্যব্যের মাধ্যমে শুরু উদ্বোধনী অনুষ্ঠানের পর স্টল পরিদর্শন,স্টল পরিচিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্যারিস থেকে নির্মিত ঝিলমিল প্যারিস নামক নাটক প্রদর্শিত হয়।
উল্লেখ্য, গত বছরের মেলা নিয়ে নানা সমস্যা থাকলেও এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ফরাসি নাগরিকদের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় বাংলাদেশ থেকে ছোট বড় মিলিয়ে প্রায় ১৬টি স্টল স্থাপন করা হয়েছে।
তিন দিনব্যাপী এ মেলায় বাংলা চলচ্চিত্র, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। প্রবেশ সম্পূর্ণ ফ্রি হওয়াতে এবার মেলায় উপচেপড়া ভিড় প্রত্যাশা করছেন আয়োচকরা। এছাড়া আকর্ষণীয় পুরস্কার দিয়ে সাজানো হয়েছে র্যাফেল ড্র ।
মেলায় বাংলাদেশ থেকে আগত মিম বুটিকস, রিমঝিম বুটিকস, হেভেন টাচ ডিজাইনস, নুইবিড্ডু, সাথী বুটিকস, সিয়া ওয়েব, রুজি বুটিকস, ইলমা ট্রেডিং এবং করপোরেশন, শাততালি বুটিক, বুলবুল শাড়িঘর, পেয়ারা জামদানি ওয়েবিং ফেক্টরি, শার্কসহ বেশ কয়েকটি লোকাল কোম্পানি অংশ নিয়েছে।