স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: একাধিক প্রেমিকের সঙ্গে প্রেম করাকে কেন্দ্র করে শ্রীপুরে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে এক ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে। এলাকাবাসী আটক করেছে ঘাতক ছাত্রকে।
বুধবার বেলা দেড়টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ত্রিমোহনী বুজুর ঢালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা।
নিহতের নাম সুমন (১৭)। পিতার নাম আবুল কালাম। বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের বরকুল পূর্বপাড়া গ্রামে। সে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
এলাকাবাসীর হাতে আটক খুনীর নাম সাগর (১৭)। সেও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। বাড়ি জেলার টঙ্গীতে। আহত নবম শ্রেণির ছাত্র দিপু মীর (১৬) ও দশম শ্রেণির ছাত্র তুষারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপর আহতের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, স্কুলে এক ছাত্রীর সঙ্গে একাধিক ছাত্রের প্রেম করা নিয়ে দুই দল ছাত্রের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সুমনকে শ্রীপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহসীনুল কাদের শ্রীপুর হাসপাতাল থেকে হতাহত সংবাদ নিশ্চিত করে বলেছেন, এলাকাবাসী ঘাতক সাগরকে আটক করেছে।