বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ধর্মগুরু আসারাম স্বেচ্ছায় থানায় হাজির না হলে পুলিশ তাকে ধরে আনবে। শুক্রবারই থানায় হাজিরের সময়সীমা শেষ হচ্ছে আসারাম বাপুর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আসারাম যদি আজকের মধ্যে ধরা না দেন, সেক্ষেত্রে চিন্দওয়ারা, ভোপাল ও আহমেদাবাদের আশ্রমে বিশেষ দল পাঠানো হবে। খবর জি-নিউজ।
তদন্তের স্বার্থে শুক্রবারের মধ্যে যোধপুর পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা এই স্বঘোষিত বর্ষীয়ান ধর্মগুরুর। কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে আগেই আসারাম বাপু জানিয়েছিলেন তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব না। একটি চার্টাড বিমানে শুক্রবারই ইন্দোর থেকে ভুপালে তার আশ্রমে এসেছেন আসারাম বাপু। মধ্যপ্রদেশের একাধিক বিজেপি নেতা কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনার পর সরাসরি তার পাশে এসে দাঁড়িয়েছেন।
অন্যদিকে সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে ঘুরিয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন আসারাম বাপু। তার অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীর অঙ্গুলি হেলনেই তার বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।