সাভার প্রতিনিধি ॥ রোববার আশুলিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুলিয়ায় খেজুর বাগান এলাকায় মহিলা শ্রমিকদের জন্যে ১২ তলা আবাসন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন তিনি। ১২শ’ শয্যা বিশিস্ট এই নারী আবাসিক ভবন নিমাণের ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৬১ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আশুলিয়া স্কুল মাঠে এক শ্রমিক সমাবেশে বক্তব্য দেয়ারও কথা রয়েছে।এ ছাড়াও আশুলিয়া সাভারের ইদ্রিস দেওয়ান ও আনোয়ার জং নামের দুটি সংযোগ সড়কেরও উদ্বোধন করতে পারেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং এর সমর্থকরা ও স্থানীয় আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা নানা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বাহারি রঙের ফেস্টুন আর ব্যানার সাটিয়ে দিচ্ছে মহল্লার বিভিন্ন অলিগলিতে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ আগমন স্থানীয় নেতাকর্মীদের উৎজীবিত করবে বলে মনে করেন একাধিক শীর্ষ নেতারা।
এদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবার থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী হায়দার সভাস্থলে সাংসদ মুরাদ জং এর পক্ষে ব্যাপক গনসংযোগ ও সভা সমাবেশ করেছেন। বিপুল সংখ্যাক নেতকাকর্মি এই সমাবেশে যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিভিন্ন ঢাকা -আরিচা মহাসড়ক ও বাইপাইল -আশুলিয়া সড়কে সংস্কার কাজ ও শ্রমিক সমাবেশ স্থল আশুলিয়া স্কুল মাঠের মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে একাধিক বৈঠক করে নিয়েছে নানা পদক্ষেপ।
অনেকেই মনে করছেন সাভার-আশুলিয়ার এ আসনটিতে দশম জাতীয় সংসদ নির্বাচনে কে আওয়ামীলীগের টিকেট পাচ্ছে তার ইঙ্গিত ও পোশাক শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য নানা ঘোষণা আসতে পারে এ শ্রমিক এ সমাবেশ থেকে।