বিনোদন ডেস্ক ॥ ক্যাটরিনার চোখে-মুখে এখন রাগ আর একরাশ বিরক্তি। রণবীরের সঙ্গে অভিসারের তথ্য ফাঁস হয়ে পড়েছে, ক্যারিয়ারে সুদিন ফুরিয়ে আসছে। সব ভেবে কি টালমাটাল হয়ে পড়েছেন বলিউডের এ অভিনেত্রী? ক্যাটরিনা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তার সামপ্রতিক ভাবভঙ্গিতেই ফুটে উঠছে তা।
উটকো ফোনকল
উটকো ফোনকলের যন্ত্রণায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সমপ্রতি লন্ডন থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর মোবাইলে কথা বলার সময় ক্যাটরিনার ভাবভঙ্গি ছিল ত্যক্ত-বিরক্ত হওয়ার মতো। মোবাইলে কেউ তাকে বিরক্ত করছে বলেই ধারণা করছেন ক্যাটরিনার ঘনিষ্ঠজনেরা। মুম্বাইভিত্তিক অনলাইন পোর্টাল মিডডে এ তথ্য জানিয়েছে।
বিয়ে নিয়ে দ্বিধায়
এদিকে, ক্যাটরিনার বর্তমান ত্যক্ত-বিরক্ত জীবনযাপনের আরেকটি কারণ খুঁজে বের করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। তারা বলেছে, বর্তমানে রণবীরের সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে দ্বিধায় আছেন ক্যাটরিনা।
এ দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, শিগগিরই বাগদান সেরে ফেলবেন তারা। তবে রণবীরের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারছে না।
ক্যাটরিনা বলেছেন, ‘মানুষ ক্যারিয়ার নিয়ে হয়তো ভেবেচিন্তে পরিকল্পনা করতে পারে, কিন্তু বিয়ে নিয়ে নয়। বিয়ে দুজন মিলে সিদ্ধান্ত নিতে হয়। আমি সিরিয়াস হলেও আরেকজন হয়তো কোথাও ঘুরতে যাওয়ার বা দুই বছর চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে!’
বিয়ে নিয়ে ভাবনার কারণে হয়তো ক্যাটরিনা কোনো কিছুতেই মনোযোগ বসাতে পারছেন না।