স্টাফ রিপোর্টার ॥ সরকারি নির্দেশনা রয়েছে চলতি মাসের মধ্যে যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ করার। পরিকল্পনা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহের যেকোনো দিন উদ্বোধন করার। তবে ঘনঘন বৃষ্টিপাতসহ নানা কারণে এখনো নির্মাণকাজ শেষ হয়নি প্রকল্পটির। ফলে নির্ধারিত সময়ে ফ্লাইওভারের উদ্বোধন অনিশ্চিত হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে এমন তথ্যই জানা গেছে।
জানা যায়, ২০১০ সালের ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধন করেন। সেই থেকে পুরোদমে চলছে নির্মাণাধীন এ ফ্লাইওভারের কাজ।
সূত্র জানায়, বর্তমান সরকারের চলতি মেয়াদের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী কাজ করে আসছিল প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার।শত শত শ্রমিকের দিনরাত পরিশ্রমের মধ্য দিয়ে এরই মধ্যে প্রকল্পের বেশিরভাগ কাজ সম্পন্নও করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু শেষ মুহুর্তে প্রায় প্রতিদিনই বৃষ্টির কারণে কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং রাস্তার বেড ভিজে যাওয়ায় কার্পেটিং কাজ করতে দিনের পরে দিন অপেক্ষা করতে হচ্ছে। আর এভাবে বৃষ্টি হতে থাকলে নির্ধারিত সময়ে ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পন্ন করা যাবে না বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রকৃতির ওপরে তো আর কারো হাত নেই। প্রকৃতি অনুকূলে না থাকলে আমাদের কি করার আছে। এদিকে তড়িঘড়ি করে সম্পন্ন করতে গিয়ে কাজের মান খারাপ হয়ে যেতে পারে কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকাও করছেন কেউ কেউ।
যাত্রাবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মো: আনোয়ার মামুন জানান, এ ধরনের জণগুরুত্বপূর্ণ প্রকল্পে শুধু উদ্বোধনের জন্য ডেট লাইন দেয়া ঠিক নয়। দ্রুততম সময়ে কাজ করতে গিয়ে অতীতেও বিভিন্ন প্রকল্পে হতাহত হওয়ার ঘটনা নতুন নয়। আর কাজের মানও খুব ভালো হয় না। তাই এ সব কাজের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সঙ্গে মান সম্পন্ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া উচিত।
এ সম্পর্কে কথা বলতে প্রকল্প পরিচালকের দফতরে যোগাযোগ করলে সরাসরি এবং টেলিফোনে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।