অভিভাবকের ওপর অধ্যক্ষের হামলা

জেলা প্রতিনিধি, নাটোর ॥ সিংড়ার বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে অবৈধ নিয়োগ ও নানা অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক এবং অভিভাবকদের ওপর হামলা চালিয়েছে কলেজের অধ্যক্ষ ও তার লোকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ ঘটনায় অধ্যক্ষ ও তার লোকজনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

পরিস্থিতি শান্ত করতে প্রশাসন থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপরে বিক্ষুদ্ধ এলাকাবাসীর দাবিতে দুপুর আড়াইটার দিকে পুলিশ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষসহ ১২ জনকে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া সদরের বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে এসে অভিভাবকরা কলেজের অবৈধ নিয়োগ ও নানা অনিয়মের প্রতিবাদ করায় কলেজের অধ্যক্ষ সিংড়া থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক রকি ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এসময় অভিভাবক ও প্রতিবাদী শিক্ষক আনছার আলী, মোস্তাফিজুর রহমান, নূরুল ইসলাম বুলবুল, আব্দুল্লাহ আল মামুন ও অভিভাবক সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।

এসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ও অভিভাবকরা সমবেত হয়ে কলেজ ঘেরাও করে অধ্যক্ষ ও তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখে। সিংড়া থানা পুলিশের চেষ্টার পরও প্রায় আড়াই ঘণ্টা কলেজ ঘেরাও করে রাখে তারা।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কলেজ এলাকার আশেপাশে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

এরপরেও পরিস্থিতি বেগতিক দেখে নাটোর জেলা পুলিশের সহকারী সুপার (এএসপি-সার্কেল) তরিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে অভিভাবক ও এলাকাবাসীর আন্দোলনের মুখে কলেজ অধ্যক্ষ রকিসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত অন্যরা হলেন- শিক্ষক ও অভিভাবকদের ওপর হামলাকারী রকির ভাই সোলেমান, মামা আবুল কালাম আজাদ, জামাই সিদ্দিক ও সমর্থক মহিদুল, সুলতান, জাহাঙ্গীর, ওসমান, হাসান, আশরাফ, জহুরুল ও মোস্তাক।

সিংড়া ইউএনও সাইফুল ইসলাম বলেন, অনাকাঙিক্ষত পরিস্থিতি শান্ত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫