স্টাফ রিপোর্টার ॥ সরকার যদি সংসদে নির্দলীয় সরকারের বিল আনে তাহলে যেকোনো স্থানে আলোচনা হতে পারে বলে মনে করছেন বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।
প্রধানমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন দাবি করে তিনি বলেন, আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ হাতে গোনা কয়েকটি আসন পেতে পারে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস’ শীর্ষক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার ফোরাম এই সমাবেশের আয়োজন করে।সাহস থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, সরকার জনগণকে বিশ্বাস করেন না এজন্য নিজের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।
তিনি বলেন, বিএনপি হরতাল ও অবরোধ দিয়ে দেশের ক্ষতি করতে চায় না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় করতে চায়।
আয়োজক সংগঠনের সভাপতি রেজাউল কবির শিকদার রেজার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও সাঈদুল কবির প্রমুখ বক্তব্য দেন।