নগ্ন মডেল সংকটে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নগ্ন মডেল সংকটে ভুগছে ভারতের চিত্রশিল্পীরা। প্রকৃতির অন্যান্য অনেক উপকরণের মতো মানব শরীরও অঙ্কন শিক্ষার একটি আবশ্যিক ও ঐতিহ্যবাহী ধারা; কিন্তু শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে ভারতের মতো তুলনামূলকভাবে উদার রাষ্ট্রেও সাম্প্রতিক সময়ে ‘ন্যুড মডেল’ পাওয়া একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিই দায়ী বলে মনে করা হচ্ছে। যে কারণে অঙ্কন শিক্ষার্থীদের সামনে নগ্ন হয়ে দাঁড়াতে আগ্রহ হারাচ্ছে মডেলরা। পাশাপাশি যারা এ কাজে অংশ নিচ্ছেন তাদের পারিশ্রমিকও কমে যাচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির রক্ষণশীল রাজনৈতিক দলগুলো আর্ট স্কুলগুলোতে শিক্ষার্থীদের সামনে মডেলদের নগ্ন হয়ে সহযোগিতা করার বিষয়টিতে সামাজিক ও নৈতিকতার অবক্ষয়ের লক্ষণ হিসেবে মনে করছে। অথচ ভারতেই চারুকলার রয়েছে দীর্ঘ ও ঐতিহ্যিক ধারা। শিল্পে এ ধরনের সহযোগিতাও সেখানে দীর্ঘকাল ধরেই অনুমোদনযোগ্য ছিল; কিন্তু রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে এখন মডেলরা তাদের পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছে। ফলে এক ধরনের গোপন কর্মে যুক্ত থাকার অংশ হিসেবে তাদের পারিশ্রমিকেও তার প্রভাব পড়ছে। এ ক্ষেত্রে নারী মডেলরা কম পারিশ্রমিকে এ কাজ করতে বাধ্য হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫