স্টাফ রিপোর্টার ॥ বুধবার রাতে রাজধানীর মিরপুর পাইকপাড়া থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ১২ শিবির কর্মীকে আটক করেছে র্যা ব।
বুধবার রাত সাড়ে ১০টায় মিরপুর মধ্য পাইকপাড়া জামে মসজিদ ও আলেয়া মাদ্রাসা গলির মেস থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বোমা বানানোর সরঞ্জাম, জিহাদি বইপুস্তক, সরকার বিরোধী লিফলেট, পোষ্টার, সিডি জব্দ করা হয়।
এ প্রসঙ্গে র্যা ব-৪ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান, বৃহস্পতিবার রাজধানী জুড়ে ব্যাপক নাশকতার উদ্দেশ্যে তারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যা ব-৪ তাদের আটক করে।