স্টাফ রিপোর্টার ॥ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের মেয়ে ঐশী রহমানের বন্ধু আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার গভীররাতে তাকে বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জনি বাবা-মাকে হত্যায় ঐশীকে প্ররোচিত করার কথা স্বীকার করেছে। তবে খুনের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। জনি গ্রেপ্তার হওয়ায় আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদঘাটন সম্ভব হবে বলে পুলিশ কর্মকর্তারা আশা করছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঐশী জানায় খুনের আগে সে ছোট দুই বোতল মদ্যপান করেছিলেন। যে মদ জনিই তাকে সরবরাহ করেছিল। এই মদ্যপান করে ঐশী প্রথমে তার মাকে হত্যা করে। পরে বাবাকে। ঘটনার জন্য এখন মেয়েটি অনুতপ্ত। বর্তমানে কারাগারে আটক রয়েছে ঐশী।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঐশীর বন্ধু জনির স্ত্রী আইরিনও মেয়েটির সর্বনাশে জড়িত। জনি আইরিনের মাধ্যমে ছেলেমেয়েদের কব্জা করে ইয়াবার নেশায় আসক্ত করত। জনি ছিল বাড্ডা এলাকার ইয়াবার বড় ডিলার। আইরিন হল ইয়াবা বিক্রিতে জনির অন্যতম হাতিয়ার। নারী পাচারকারী হিসেবেও জনি ও আইরিনকে সন্দেহ করছে পুলিশ। তাদের হাত ধরে শুধু ঐশী রহমানই নয়, আরও অনেক মেয়ের সর্বনাশ হয়েছে।