স্টাফ রিপোর্টার ॥ সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ দলটির আটক শীর্ষ নেতাদের মুক্তি ও সরকারের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।