বিনোদন ডেস্ক ॥ গায়িকা থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অস্কারজয়ী ব্রিটিশ পপতারকা অ্যাডেলে। তিনি প্রখ্যাত ব্রিটিশ পপগায়িকা ডাস্টি স্প্রিংফিল্ডের জীবনীভিত্তিক চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন। গত সোমবার অ্যাডেলে এ ছবিতে চুক্তিবদ্ধ হন।
যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকার খবরে জানা গেছে, ডাস্টি স্প্রিংফিল্ডের সঙ্গে অ্যাডেলের চেহারার সাদৃশ্যের কারণেই প্রযোজকরা তাকে ছবিটিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিতে অ্যাডেলেকে একেবারেই ভিন্ন লুকে হাজির করা হবে। তাই ছবির চরিত্রটির আদলে নিজেকে পুরোদমে তৈরি করতে শুরু করেছেন অ্যাডেলে। বর্তমানে শিরোনামহীন এ ছবিটির প্রাথমিক কাজ চলছে।
এ প্রসঙ্গে অ্যাডেলে বলেন, ‘আমি সিরিয়াস ভাবেই অভিনয়টা করতে চাই। ছবিটির স্ক্রিপ্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। বাকিটা অভিনয়ের পর বলতে পারব।’
সূত্রটি আরো জানিয়েছে, ষাটের দশকে ডাস্টি স্প্রিংফিল্ড আটলান্টিক রেকর্ডসের আমন্ত্রণে যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে পাড়ি জমান। সফরকালীন নানা ঘটনা নিয়েই ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে। ব্রিটিশ নির্মাতা নিক হুরান ছবিটি নির্মাণ করবেন। ডেভিড স্টেন এর চিত্রনাট্য লিখেছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে অ্যাডেলে সঙ্গীতাঙ্গনে পা রাখেন। মাত্র ৮ বছরের সঙ্গীত ক্যারিয়ারে বাজিমাত করে দিয়েছেন তিনি। প্রথম নারী হিসেবে বিলবোর্ডের তালিকায় বছরের সেরা শিল্পী হিসেবেও রেকর্ড গড়েন। এছাড়া ২০১২ সালে ছয়-ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। চলতি বছর জেমস বন্ডের সিরিজ ‘স্কাইফল’ ছবির থিমসংটি গেয়ে অস্কার পুরস্কার অর্জন করেন এ গায়িকা।