বিনোদন ডেস্ক ॥ ফারাহ রুমার সংসারে চলছে টানাপড়েন। সংসার জীবনে, চারদেয়ালে একাকী সময় কাটানো রুমার জীবনসঙ্গী অনি প্রায়ই বলে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। এরপর এক সময় রুমা বন্ধু সমাপ্তি মিশুক এর সাথে সময় দেয়া শুরু করে। এরপর ঘটে নানা ঘটনা।
এমনই এক গল্প নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী আগামী কুরবানির ঈদের জন্য তৈরি করেছেন নাটক ‘টানাপড়েন’।
নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। এ নাটকে ফারাহ রুমার পাশাপাশি আরো অভিনয় করেছেন অনি ও সমাপ্তি মিশুক।
নাটকটি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘এ নাটকে প্রথমবার অনি এবং সমাপ্তিকে নিয়ে কাজ করলাম। দুজনেই ভালো কাজ করেছে। আর রুমা এর আগেও আমার সাথে কাজ করেছে। নাটকটিতে একটি জুটির সংসারজীবন এবং সম্পর্কের নানাদিক তুলে ধরা হয়েছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
আসছে ঈদে যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।