জেলা প্রতিনিধি, ঝিনাইদহ ॥ ১৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সম্পন্ন কাজের উদ্বোধন করতে মঙ্গলবার ঝিনাইদহ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
জেলায় গ্যাসলাইন স্থাপন ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী।
২০০৮ সালের ডিসেম্বরে সর্বশেষ নির্বাচনী সফরে ঝিনাহদহ আসেন শেখ হাসিনা।
সফরসূচি অনুযায়ী দুপুর ২টায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। সোয়া ২টায় ঝিনাইদহ গোলচত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ এর উদ্বোধন করবেন। বিকেল ৩টায় ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, ৩ লাধিক মানুষের সমাগমে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হবে। তারা আগামি নির্বাচনে নৌকায় ভোট দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেবেন।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর বড় ভূমিকা রাখবে। তার সফরকে সফল করতে রাতদিন কাজ করছেন সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফরের মধ্যদিয়ে ঝিনাইদহবাসীর অনেক চাওয়া-পাওয়া পূরণ হবে বলে মনে করেন তিনি।