স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনার ক্যারিয়ারে প্রশংসা কুড়াতে বেশ সময় লেগে গেল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। বাতাসে ভেসে বেড়াচ্ছে, ন্যু ক্যাম্পে ফিট হতে নিজের মধ্যে পরিবর্তন আনছেন বলেই কিছুটা সময় নিচ্ছেন তিনি। তবে ২১ বছর বয়সী ফরোয়ার্ড জানালেন, আগে যেমন ছিলেন তেমনই আছেন।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই নেইমারকে অনেক কথা শুনতে হচ্ছে। ইয়োহান ক্রুইফ তো বললেন, সতীর্থ লিওনেল মেসির সঙ্গে পেরে উঠবেন না লাতিন আমেরিকার সেরা এই খেলোয়াড়। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে মানিয়ে নিতে নাকি খেলার ধরনেও পরিবর্তন আনছেন সান্তোসের সাবেক এই তারকা।
গত সপ্তাহে মেসির অনুপস্থিতিতে সেলটিক ও ভায়োদোয়িদের বিপক্ষে বার্সার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন নেইমার। এই পারফরমেন্স আচমকা করেননি জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড,‘কোনো কিছুই বদলায়নি। আমি এখনও আগের মতোই আছি। একই ধরনের ফুটবল খেলছি। এখন সবকিছুই ভালোভাবে হচ্ছে। ব্রাজিল বা স্পেন যেখানেই খেলি না কেন আমি একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে চাই।’
কনফেডারেশন্স কাপে সেলেকাও তারকা দুর্দান্ত ফর্মে ছিলেন। কাতালানদের সঙ্গে যোগ দেওয়ার পেছনে ব্যালন ডি’অর জেতা নাকি নেইমারের লক্ষ্য। এনিয়ে তিনি বললেন,‘এটা এমন কিছু নয় যা আমাকে ভাবায়। আমি শুধু একই ধরনের খেলা খেলে যেতে চাই। বার্সা ও ব্রাজিল দলের সতীর্থদের সহায়তা করতে চাই।’