বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ভিসির বাসভবনে ভাঙচুর করেছে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাসার সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। অধ্যাপক অজিত কুমার মজুমদারের স্ত্রী নন্দিনী মজুমদার বলেন, আমি নিচের তলায় ছিলাম, হঠাৎ বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটে। উপর তলায় উঠে দেখি জানালার কাঁচ ভাঙা।
এদিকে এ ঘটনার পর উপাচার্যের বাসভবনের সামনে প্রায় দেড়শ শিক্ষক জড়ো হয়ে প্রতিবাদ জানায়। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের শতাধিক সাধারণ শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
মিছিলে উপাচার্য ও প্রশাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ৯ টায় উপাচার্যের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং প্রধান গেট ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যকে এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করার দাবি জানায়।
ঘটনার পরপরই ঘটনাস্থলে সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম সহ এক প্লাটুন পুলিশ উপস্থিত হন।
এ সময় বদরুল আলম বলেন, আমরা জর্দার কৌটা ও লাল স্ক্রচটেপ পেয়েছি যা থেকে বুঝতে পারছি এখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
এ বিষয়ে ক্ষুব্ধ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, যারা আমাকে ফোনে এসএমএসে হুমকী দিয়েছে সেই উপাচার্য ও তার বাহিনী আমাকে হত্যা করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুর রহমান প্রশাসনের ব্যর্থতা স্বীকার করে বলেন, তাকে হত্যার হুমকী দেওয়ার পরেও আমরা নিরাপত্তা দিতে পারিনি। এখন দুর্বৃত্তদের আমরা খুঁজে বের করব।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমি তিন দিন ধরে অবরুদ্ধ, আমি এ ঘটনার সঙ্গে কিভাবে জড়িত থাকবো? ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং এ ঘটনার জন্য ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের প্রধান ফটকে অবস্থান নিলে রাত ১১ টার দিকে ছাত্রলীগ একটি জামায়াত শিবির বিরোধী মিছিল করে উপাচার্যের প্রধান ফটকটি দখল করে নেয়। এর কিছু সময় পরে সাভার উপজেলা ইউএনও সহ পুলিশের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন।
রাত সাড়ে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্যের বাসার সামনে আন্দোলনকারী শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ অবস্থান করে। ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশৃংখলা এড়াতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।