স্টাফ রিপোর্টার ॥ লোহাগাড়ায় উপজেলায় সেনাবাহিনীর চলন্ত গাড়িকে লক্ষ্য করে অবরোধকারীদের ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘সেনাবাহিনীর গাড়িতে হামলা করার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৪ জন ও রাতে অভিযান চালিয়ে আরো ৬ জনসহ মোট ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
জানা যায়, বিরোধী দলের অবরোধ চলাকালীন সময়ে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদের রাজঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই দিন রাতেই লোহাগাড়া থানার এসআই সোলাইমান বাদী হয়ে এজাহারনামীয় ২৮ ও অজ্ঞাতনামা ৬০ জনসহ মোট ৮৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।’
এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে আরো ৬ জনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হল লোহাগাড়া উপজেলার রাজঘাটা মীর পাড়ার শাহাব উদ্দিন (২৮), চুনতির মো. হোসেন (২৫), কক্সবাজারের মহেশখালীর জয়নাল (২৪), শহিদুল ইসলাম (২৬), আবদুস শুক্কুর (৩০), চকরিয়ার দক্ষিণ হারবাং’র সৈকত বড়ুয়া (২৫), মধ্যম কোনাখালির রবিউল করিম (২২), সাতকানিয়ার করইয়ানগরের বাবু বড়ুয়া (২৯), বিপ্লব বড়ুয়া (৩২) ও পার্বত্য লামা উপজেলার আজিজ নগর উত্তর পাড়ার রকিবুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী সেনাবাহিনীর ৩টি ল্যান্ড ক্রুজার গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে একদল অবরোধকারী ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর একটি গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে যায়।
ইট পাটকেল নিক্ষেপের পর সেনা সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া করে অবরোধকারীদের ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়। পরে লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আরো ৬ জনকে আটক করে। এ ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।