জেলা প্রতিনিধ, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার আগরদাঁড়িতে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন। জাহাঙ্গীর হোসেন নামের এক জামায়াত কর্মী যৌথবাহিনীর গুলিতে ও সাঈদুর রহমান নামের অপর জামায়াত কর্মী অভিযান চলাকালে দৌঁড়ে পালাতে গিয়ে হার্ট-অ্যাটাকে মারা যান বলে জানা গেছে। তবে পুলিশ দাবি করেছে অভিযানে জামায়াত-শিবিরের পাঁচ নেতা কর্মী নিহত হয়েছেন। অবশ্য নিহত সবার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সাংবাদিকদের জানিয়েছেন যৌথ বাহিনীর এই অভিযানে মোট পাঁচজন নিহত হন। জানতে চাইলে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি। এমন কি তাদের লাশ কোথায় তাও নিশ্চিত করতে পারেননি তিনি।
অপরদিকে সাতক্ষীরা সদর সার্কেল এএসপি কাজী মনিরুজ্জামান নিহত আরও দু’জনের নাম রিয়াজুল ও আবদুর রউফ বলে জানালেও তারা মারা যাননি। তারা গুলিবিদ্ধ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যৌথবাহিনীর অভিযান চলাকালে জেলা জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল খালেকসহ কয়েক নেতাকর্মীর বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় গ্রেফতার হন কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেনসহ সাতজন। জেলাব্যাপী পুলিশ বিজিবি ও র্যাব টহলে রয়েছে।
এদিকে যৌথবাহিনীর গুলিতে জামায়াত কর্মী নিহত, জামায়াত নেতা আটক ও বাড়িঘর ভাংচুর করার প্রতিবাদে সাতক্ষীরা জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি।