বিনোদন ডেস্ক ॥ অনেক দিন ধরেই শখ ছিল বক্সিং জিম খুলবেন। তবে ‘জ্যকপট’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে মনোযোগ দিতে পারেননি। শুক্রবার ‘জ্যাকপট’ মুক্তি পেয়েছে।
তাই এবার পুরো মনোযোগ দিচ্ছেন বক্সিং জিমের ওপর। আমেরিকার লস অ্যাঞ্জেলসে বক্সিং জিম খোলার পরিকল্পনা করছেন তিনি। এ কাজে খুব শিগগির আমেরিকা যাবেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।
আমেরিকার তিনবারের বক্সিং চ্যাম্পিয়ন টেরিবল টেরি নোরিসের সঙ্গে আগে থেকেই সুসম্পর্ক ছিল সানি লিওন-ডেনিয়েল ওয়েবার দম্পতির। বক্সিং জিম খোলার ব্যাপারে সানি লিওন-ওয়েবার দম্পতিকে সাহায্য করবেন টেরি ও তার স্ত্রী তানিয়া।