বিনোদন ডেস্ক॥সালমান খানের ‘জয় হো’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৪ জানুয়ারি। বিভিন্ন কারণে একের পর এক খবরের শিরোনাম হচ্ছে ছবিটি। বর্তমানে ছবিটির টাইটেল গানটির শুটিং হচ্ছে মুম্বাইতে। সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ যে, টাইটেল গানটিতে তাদের প্রিয় নায়ক থাকছেন না।
ছবির প্রথমেই টাইটেল গানটি দেখানো হবে। এটি শেষ হওয়ার পরপরই ছবিতে সালমানের প্রবেশ দেখবে দর্শক। গানটি কম্পোজ করছেন অমল মল্লিক।
টাইটেল ছাড়াও আরো দুটি গানও কম্পোজ করছেন অমল। এর একটি গানে কন্ঠ দিয়েছেন অমলের ভাই আরমান মল্লিক।