বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দল গোছাতে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশের জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুরে জাপা চেয়ারপারসনের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা জানান।
তিনি বলেন, সাংগঠনিক কাঠামো এবং আগামী দিনের পথ চলা ঠিক করতে সারা দেশের জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন চেয়ারম্যান এরশাদ। এ আলোচনা ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলবে। বেঙ্গলিনিউজটোয়োন্টিফোর.কম