বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভাষার মাস উপলক্ষে তোশিবা ল্যাপটপের দুটি মডেলে বিশেষ একুশে অফার দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
তোশিবার বিশেষ অফারের ল্যাপটপের মডেলগুলো হচ্ছে স্যাটেলাইট সি৪০ এবং সি৪০-এ১২২। স্যাটেলাইট সি৪০তে রয়েছে ইন্টেল কোর আই থ্রি-৩১২০এম প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ওয়াইফাই এবং ব্লুটুথসহ আধুনিক নানা ফিচার। এই মডেলটির খুচরামূল্য ৩৮ হাজার ৯০০ টাকা থেকে কমিয়ে ৩৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
অন্যদিকে, স্যাটেলাইট সি৪০-এ১২২ মডেলের ল্যাপটপটির স্পেসিফিকেশন প্রায় একই রকম হলেও এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ইন্টেল কোর আই থ্রি-৩১১০এম প্রসেসর। এই ল্যাপটপটির খুচরামূল্য ৩৯ হাজার টাকা থেকে কমিয়ে ৩৭ হাজার টাকা করা হয়েছে।