বিনোদন ডেস্ক ॥ পড়শীর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিলো ২০১০ সালের রোজার ঈদে। এরপর ২০১২ সালে ভালোবাসা দিবসে প্রকাশিত হয় পড়শী টু। দুটি অ্যালবামই দারুণ সফল হয়েছিলো। এর গেলো বছর রোজার ঈদে প্রকাশিত হয় পড়শী থ্রি।
এ অ্যালবামটি আগেরগুলো তুলনায় কিছুটা পিছিয়েই আছে। এবার পড়শী থ্রি অ্যালবামটির ‘হৃদয় তোমার’ গানটি নিয়ে মিউজিক ভিডিও তৈরি করছেন সোহেল আরমান।
আগামীকাল ০৫ ফেব্রুয়ারি থেকে সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটি শুটিং করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। আসছে ভালোবাসা দিবসের জন্য গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করা হচ্ছে।