বাংরাভূমি২৪ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রাজাকার আখ্যা দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল ( অব.) ড. অলি আহমদ বলেছেন, ‘এই এরশাদ জিয়াউর রহমান, মঞ্জুরসহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। আমরা দেখতে চাই সরকার রাজাকার এরশাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘৫ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যা ও সঙ্কট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এলডিপি এ আলোচনা সভার আয়োজন করে।
সরকারের উদ্দেশ কর্নেল অলি আহমদ বলেন, ‘আপনারা আমাদের হরতাল অবরোধ বন্ধ করতে বলেছেন। আমরা বন্ধ রেখেছি। এবার আপনারা আপনাদের কথা রাখুন। অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। নয়তো ১৯দল নয় বিএনপিই আপনাদের শায়েস্তা করার জন্য যথেষ্ট।’
তিনি বলেন, ‘এ সরকারকে অবৈধ বলবো না। তবে এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। গায়ের জোড়ে একটি সরকার গঠন করেছে। এরা খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না।
অলি আরো বলেন, ‘নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে রেখে বাকি মন্ত্রণালয় বিএনপিকে দেয়া হলে দেশের এ অবস্থা হতো না।’
প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘হিংসা প্রবণ না হয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ফর্মূলা সংবিধানে সংযুক্ত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। নয়তো বিরোধী দল ঘরে বসে থাকবে না ‘
তিনি আরো বলেন, ‘দেশের সমস্য সমাধানের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। মিথ্যাচার দিয়ে দেশ পরিচালনা করা যায় না। বিভিন্ন ইস্যুতে আমাদের জাতীয় ঐক্য গঠন করতে হবে।’
আলোচনা সভায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, যুগ্ম মহাসচিব সৈয়দ জহিরুল হক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক তমিজুদ্দিন টিটু প্রমুখ। বাংলামেইল২৪ডটকম