বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাতীয় সংসদের অধিবেশনে বৃহস্পতিবার সামনের সারিতে বসে ঘুম দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মাগরিবের নামাজের বিরতির আগ পর্যন্ত প্রায় পুরোটা সময় ঘুমিয়ে কাটাতে দেখা গেছে ঢাকার এই সংসদ সদস্যকে।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী বৃহস্পতিবার বেসরকারি দিবস। দিনের কার্যসূচির শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। বিকেল ৪টা ৩৮ মিনিটে অধিবেশন শুরুর দুই মিনিট পরই ঘুমে ঢলে পড়েন সাহারা খাতুন। মাঝখানে একবার তাঁর ঘুমের ‘ব্যাঘাত’ ঘটে। অধিবেশন কক্ষের কর্মচারীরা কাগজপত্র সরবরাহের সময় কিছুটা হকচকিয়ে উঠেন তিনি।
তারপর আবারো ঘুমিয়ে পড়েন সাহারা খাতুন। মাগরিবের নামাজের বিরতির আগ পর্যন্ত ঘুমিয়েই কাটান আওয়ামীলীগের সাবেক এই মন্ত্রী। তবে কিছু সময়ের জন্য তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে।
এমন ঢিলেঢালাভাবেই সংসদের বৃহস্পতিবারের দিনটি শুরু হয়। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলেও ছিলেন না বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ জাতীয় পার্টির বেশির ভাগ সাংসদ।
কেউ কেউ যেমন ঘুম দিয়েছেন, তেমনি অধিবেশন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবাদপত্র পড়তে দেখা গেছে। যদিও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ চলাকালীন পত্রিকা পড়া নিষেধ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেছে। আলাপচারিতায় এক ফাঁকে অবশ্য মুঠোফোনেও কথা বলেছেন তথ্যমন্ত্রী। প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও ব্যস্ত ছিলেন মুঠোফোনে। সিরাজগঞ্জ-৩ আসনের হাবিবে মিল্লাতকে ব্যস্ত দেখা যায় আইপ্যাড/ট্যাব নিয়ে।
এছাড়া সিলেট থেকে নির্বাচিত সাংসদ ইমরান আহমেদ তার আসন ছেড়ে গল্প করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে। অল্প কিছুক্ষণ থেকে অধিবেশন কক্ষ থেকে চলেও গেছেন অনেকে। নিজের প্রশ্নটি উত্থাপন করেই স্বতন্ত্র সাংসদদের জোটনেতা সেলিমও উঠে গেছেন। গায়িকা মমতাজ বেগমকেও দেখা যায় সংসদ কক্ষ ছেড়ে যেতে।আইপটবিডি