বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুশীল কৈরালাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুশীল কৈরালার নেতৃত্বে খুব দ্রুত নেপালে সংবিধান পূর্ণতা লাভ করবে। তিনি বলেন, নেপাল ও বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র। বিগত বছরগুলোতে সংস্কৃতি, ভাষাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর দৃঢ় হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেপালের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক বিস্তৃত হচ্ছে। বিশেষ করে ব্যবসা, যোগাযোগ, ট্যুরিজম, পানি সম্পদ, জলবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়বে।
ভবিষ্যতে নেপালের সাথে বাংলাদেশের আগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম