জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ বুধবার রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চারঘাট উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চাদকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি এই হরতাল আহবান করেছে।
মঙ্গলবার রাত আটটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে। রাজশাহীর নয়টি উপজেলার মধ্যে শুধুমাত্র চারটি উপজেলায় হরতাল আহবান করা হয়েছে। জেলা বিএনপি সভায় এই হরতালের সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, এরআগে চারঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র চারঘাট উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
অ্যাডভোকেট কামরুল মনির জানান, গত ৫ জানুয়ারি নির্বাচনের রাতে চারঘাটের একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি আবু সাঈদ চাঁদ। এ মামলায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবু সাঈদ চাদ জামিন নিতে গেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সানাউল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।