কালিয়াকৈর ব্যুরো ॥ কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার রাতে কারখানার খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয় পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইলের শ্রমিকরা।
পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত গাজীপুর সদর হাসাপাতাল, কোনাবাড়ি, মৌচাকসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করায়।
কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মৌচাকের করিম টেক্সটাইলের শ্রমিকদের রাতের হালকা খাবার হিসেবে একটি করে পেটিস ও ডিম দেয়া হয়। এসব খাওয়ার পর শ্রমিকরা কাজে যোগ দেয়। এরপর রাত সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা বমি করতে থাকে। একপর্যায়ে প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।