বিভক্ত হচ্ছে ঢাকা মহানগর আ.লীগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুইভাগে ভাগ করে কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নতুন কমিটির মাধ্যমে দলকে শক্তিশালী করে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন দেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠক সূত্রে জানা যায়, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাগত বক্তব্যের পর রুদ্ধদ্বার বৈঠকে শেখ হাসিনা দলীয় নেতাদের উদ্দেশ করে বলেন, ‘মহানগরের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করতে হবে। এরপর মহানগরকে দুইভাগে বিভক্ত করে কমিটি ঘোষণা করা হবে।’ তবে কমিটি গঠনের সময় ও তারিখ সম্পর্কে কিছুই বলেননি তিনি।

শিগগিরই ডিসিসি নির্বাচন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সময়েই ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন শেষ করা হবে।’

তিনি বলেন, ‘মহানগর কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করলেই দ্রুত সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে।’

বিদ্রোহীদের ব্যাপারে শিথিল নীতি
উপজেলা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের যখন দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে কাহিল অবস্থা তখন তাদের ব্যাপারে শিথিল নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। যদিও এর আগে প্রধানমন্ত্রী সারাদেশে নেতাকর্মীদের চিঠি পাঠিয়েছেন। কীভাবে তৃণমূল কমিটি নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করবে, সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয় ওই চিঠিতে।

এদিকে বৈঠকের শুরুতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় নেতারা যার যার এলাকায় সফর করে সমস্যা সমাধান করবেন। আমাদের এ নির্বাচন হেলায় ফেলায় দেখলে চলবে না।’ তবে দলের সভানেত্রী জানিয়েছেন, কোথায়ও যদি বিদ্রোহী প্রার্থী থাকে তবে সেখানে দলের সমর্থিত প্রার্থী না দিয়ে উন্মোক্ত রাখাই ভালো।’

যুক্তরাষ্ট্রের সমালোচনা
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘র‌্যাব বিএনপির তৈরি। তাছাড়া বিএনপি আমলে র‌্যাব অপারেশন ক্লিন হার্টের নামে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছিল এখন তা বন্ধ হয়ে গেছে। তবে আমরা আর চাই না র‌্যাব কোনো নিরীহ মানুষকে হত্যা করুক।’

এসময় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের র‌্যাবের কোনো প্রশিক্ষণের দরকার নেই।’

কর্মসূচি নিয়ে আলোচনা
ঐতিহাসিক ৭ মার্চে রাজধানীতে জনসভা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে কোথায় এ জনসভা করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

এছাড়া ২৬ মার্চ ৩ লাখ মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৩০ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পতন দিবসও পালন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।

বৈঠক সূত্রে জানা গেছে, পাঁচ বছর ক্ষমতায় থাকা সহজ হবে না এমন আভাস দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কোনো ধরনের ঢিলেমী না দেয়ার জন্য বলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। অবশ্য বৈঠকের আগে আশরাফ সাংবাদিকদের বলেন, ‘কোনো চাপারে কাছে মাথ নত করে সংবিধান সংশোধন করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ শুরু করেছেন তাতে পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আশা করি আমরা পাঁচবছরই ক্ষমতায় থাকবো।’ বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫