জেলা প্রতিনিধি, বান্দরবান ॥ “নীলগিড়িতে রাত্রি যাপন বাসর রাতের মতোই রোমাঞ্চকর”- বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে অনিন্দ্য সুন্দর পর্যটন কেন্দ্র নীলগিড়িতে ঘুরতে এসে বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এমন মন্তব্য করেছিলেন। সে সময় তিনি ছিলেন জাতীয় সংসদের স্পীকার। রাষ্ট্রপতি হওয়ার পর সেই নীলগিড়িতে আবার বেড়াতে আসছেন আবদুল হামিদ। শুধু বেড়ানোই নয়, এখানে রাত্রিযাপনও করবেন তিনি।
জানা যায়, বুধবার রাষ্ট্রপতি রাঙ্গামাটির সাজেক হয়ে সেনাবাহিনীর হেলিকাপ্টারে করে বান্দরবানের নীলগিড়ি পর্যটন কেন্দ্রে যাবেন। সেখানে রাত্রিযাপনের পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি যাবেন কক্সবাজারে।
এ দিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বান্দরবানের চিম্বুক পাহাড় ও নীলগিড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্দরভাবে সাজানো হয়েছে পাহাড়ের ওপর অবস্থিত নীলগিড়িকে। কর্টেজগুলো রং করা হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সব প্রস্তুতিই সম্পন্ন। বর্তমানে নীলগিড়িতে নিরাপত্তা বাহিনীর উচ্চ পদের কর্মকর্তারা সতর্ক অবস্থায় রয়েছেন। রাষ্ট্রপতির সম্মানে নীলগিড়িতে ১১টি পাহাড়ী সম্প্রদায়ের মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দুদিনের সফরে রাষ্ট্রপতি রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারে অবকাশ যাপন করবেন। ২০০১ সালে বান্দরবান শহর থেকে ৪৮ কিলোমটির দূরে চিম্বুক পাহাড়ের কাপ্রু পাড়ার কাছে নীলগিড়ি পর্যটন কেন্দ্রটি গড়ে তুলে সেনাবাহিনী। এটি সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২২ শ ফুট উচ্চতায় অবস্থিত। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম