বিনোদন ডেস্ক ॥ ভিষেক-ঐশ্বরিয়া বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার সেই রহস্যই উন্মোচন করলেন অভিষেক বচ্চন। বলিউডের এই অভিনেতা জানালেন শুধুমাত্র চলচ্চিত্র জগতের মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণে ঐশ্বরিয়া তাকে বিয়ে করেনি।
‘কফি উইথ করণ’র আগামী পর্বে অতিথি এই বচ্চন জুটি। যখন করণ জোহর অভিষেককে প্রশ্ন করেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়াকে বিয়ে করায় কখনো অনিরাপত্তায় ভোগেন কিনা? সাথে সাথে অভিষেকের উত্তর, “না এমন কিছু অনুভব করি না।”
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি এবং পৃথিবীতে সে আমার কাছে সবচেয়ে সুন্দরী। প্রতিদিন নিজেকে আয়নায় দেখি আর উপলব্ধি করি আমি কতটা অসুন্দর। আর আমি তার সাথে সুন্দরের কোন প্রতিযোগিতায় নামিনি এবং তা আমার পক্ষে সম্ভবও নয়। আমাদের একসাথে হওয়ার পেছনে কেবল মাত্র বাহ্যিক সৌন্দর্যই মুখ্য কারণ ছিল না।
ঐশ্বরিয়া প্রসঙ্গে অভিষেক বলেন, সে আর দশটা মানুষের মতোই সাধারণ। অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণে যেমন ঐশ্বরিয়া আমাকে বিয়ে করেনি ঠিক তেমনি সফল সুন্দরী তারকা হওয়ার কারণে আমিও ঐশ্বরিয়াকে বিয়ে করিনি।
উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়া বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ৬ বছরের সংসারে এই দম্পতির একটি মেয়ে সন্তান রয়েছে।