স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও ধ্বংসাত্মক কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ের আর্থিক ক্ষতি হয়েছে ৯৪ কোটি টাকা। এর মধ্যে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হতে অক্টোবর পর্যন্ত ২৪ কোটি এবং নভেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
সোমবার জাতীয় সংসদে বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর লিখিত এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক সংসদে এ তথ্য জানান।
এর আগে বিকেলে সংসদের নির্ধারিত দিনের কার্যক্রম শুরু হয়।