বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বজুড়ে নানারকম পাসওয়ার্ড ব্যবস্থা নিয়েই কাজ চলছে। এর মধ্যে একটি হচ্ছে শব্দকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা। ইসরায়েলের উদ্যোক্তাদের তৈরি প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প শব্দ পাসওয়ার্ড নির্মাতাপ্রতিষ্ঠান স্লিকগলইনকে কিনে নিয়েছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
স্লিকলগইনকে কিনে নেওয়ার ফলে এখন থেকে এ প্রযুক্তি ব্যবহার করতে পারবে গুগল এবং স্লিকলগইনের কর্মীরা গুগলের হয়ে কাজ করবেন। অবশ্য স্লিকলগইন কিনতে গুগলকে কত খরচ করতে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি। গুগলের কাছে বিক্রির বিষয়টি স্লিকলগইন তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে।
স্লিকলগইনের উদ্যোক্তারা বলেছেন, ‘আমরা ঘোষণা দিচ্ছি যে, এখন থেকে আমরা গুগলের হয়ে কাজ করব। আমাদের মতো গুগলও বিশ্বাস করে যে লগইন ব্যবস্থা হতাশা তৈরির পরিবর্তে যেন ব্যবহার-বান্ধব হয়।’
এক বছরের কম সময় আগে ইসরায়েলের তিন উদ্যোক্তা মিলে স্লিকলগইন প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি এমন একটি পাসওয়ার্ড ব্যবস্থা তৈরি করেছে, যা কেবল ইউনিক শব্দের মাধ্যমে কোনো ওয়েবসাইটে লগইন ও লগআউট করার সুবিধা দেয়। এখন পর্যন্ত অবশ্য এ প্রযুক্তিটি বাজারে আনেনি স্লিকলগইন।
এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, শব্দভিত্তিক পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে স্লিকলগইনের প্রযুক্তিটি কোনো কম্পিউটারের স্পিকারের সাহায্যে ভেরিফিকেশনের উপযোগী শব্দ তৈরি করতে পারে। নিকটস্থ স্মার্টফোন অ্যাপ্লিকেশন সেই অডিও শব্দটি শুনে বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট সাইটটির সার্ভারে লগইনের জন্য ফেরত পাঠায়।