স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটির নিকট নিজের ভুল শিকার করার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর অশোভন আচরণ করায় তিন ম্যাচ বহিষ্কারাদেশের সঙ্গে সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয় সাকিবের। পরে নিজের আচরণে অনুতপ্ত হয়ে সাকিব ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। এরপর ওই একই কারণে ফেসবুকেও ক্ষমা চাইলেন সাকিব।
সাকিব নিজের ফেসবুক ফ্যান পেজে ভক্ত, সতীর্থ, বিসিবি ও প্রত্যেক বাংলাদেশির নিকট ক্ষমা চান। তিনি লেখেন,‘বৃহস্পতিবার ম্যাচ চলার সময় আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। অপ্রত্যাশিতভাবে আউট হয়ে যাওয়ায় আমি খুবই হতাশ ছিলাম, আবেগ সামলাতে পারিনি। যেহেতু আমি অনেকের আদর্শ। তাই সেরকম আচরণ করা আমার ঠিক হয়নি। আপনারা আমাকে ক্ষমা করবেন।;