স্টাফ রিপোর্টার ॥ বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতীয়তাবাদী প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও প্রকৌশলীদের মধ্যে আইইবি চেয়ারম্যান প্রকৌশলী মহসীন আলী, ড. আনোয়ারুল আজিম, ফজলে এলাহী, আতাউল মাসুদ, আব্দুস সোবহান, মঞ্জুর মোর্শেদ, ফিরোজ আহমেদ, শফিক আহমেদ, রেজা মাহমুদ, মহিউদ্দিন সেলিম, আবু সুফিয়ান, খালেদ এইচ চৌধুরী, গোলাম মৌলাসহ বুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট, এগ্রিকালচার, এএমআই-এর শতাধিক প্রকৌশলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।