দীর্ঘ শ্রমঘণ্টায় নিয়োজিত গৃহশ্রমিকরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের অসংখ্য নারী, কিশোর-কিশোরী গৃহশ্রমে নিয়োজিত। কিন্তু অধিকাংশ বাধ্যতামূলকভাবে দীর্ঘ শ্রমঘণ্টায় নিয়োজিত।

গৃহশ্রমিকদের সংখ্যা প্রতিদিন বাড়লেও তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ এবং আইনি কোনো ব্যবস্থা নেই। এই বিপুল সংখ্যক গৃহশ্রমিকের ‘শ্রমিক’ হিসেবে কোনো স্বীকৃতি নেই।

দুর্যোগসহ নানা কারণে কাজের সন্ধানে শহরমুখী দারিদ্র্য পীড়িত মানুষ সবচেয়ে সহজলভ্য গৃহশ্রমিকের কাজটি জীবিকার জন্য বেছে নেয়। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত নারী এবং শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য।

গৃহকর্মে নিয়োজিত শ্রমিকদের জীবনে বঞ্চনার পাশাপাশি রয়েছে অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতন। তাদের সাথে দুর্ব্যবহার, যৌন নিপীড়ন, হত্যা, নির্মম প্রহার, হাত-পায়ের নখ তুলে ফেলা, ভবন থেকে ফেলে দিয়ে হত্যা, বৈদ্যুতিক শক, গরম খুন্তি বা ইস্ত্রি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছেঁকা দেওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে।

গৃহশ্রমিকের বিষয়টি সময়ের প্রয়োজনে আইন ও নীতিগত কাঠামোর মধ্যে আনার প্রস্তাব এসেছে। ১৯৬১ সালে গৃহশ্রমিকদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত একটি অর্ডিন্যান্স হয়েছিল। এখন আবার আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় এনে গৃহশ্রমিকদের জন্য আইন, নীতিমালা, আচারনবিধি প্রণয়নের দাবি উঠেছে সর্বত্র।
সারা বিশ্বের অপ্রাতিষ্ঠানিক শ্রমখাতের এই বিপুল সংখ্যক শ্রমিকের কাজকে শোভনীয় করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।

১৬ জুন ২০১১ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সাধারণ সম্মেলনে ১০০তম অধিবেশনের গৃহশ্রমিকদের শোভন কাজ সংক্রান্ত গৃহশ্রমিক কনভেনশন ১৮৯, গ্রহণ করে।

বাংলাদেশে শুধু গৃহশ্রমিক নয় অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকরা নানাভাবে অধিকার বঞ্চিত। তাদের অধিকারের বিষয়টি আমাদের রাজনৈতিক, সামাজিক, মানবধিকার এমনকি শ্রমিক আন্দোলনে যথাযথ প্রাধান্য পায় না। তাদের অধিকারের জন্য নিদিষ্ট কোনো আইন নেই।

অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা হতদরিদ্র মানুষ। তারা অবস্থান করে শহরের বিভিন্ন বস্তিতে। সেখানে মানবেতর এক জীবন তাদের বেছে নিতে হয়।

প্রতিনিয়ত চরম ঝুঁকিপূর্ণ জীবিকার লড়াইয়ে তাকে অবতীর্ণ হতে হয়। কর্মক্ষেত্রে নানা রকম নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। বাসস্থান থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত ঝুঁকিপূর্ণ।

গৃহশ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত নিয়োগকর্তার বাড়িতে বিরামহীনভাবে কাজ করে। কিন্ত খুবই দু:খের ব্যাপার এত দীর্ঘসময় পরেও এ কাজটি এখনও অবহেলিত।

গৃহশ্রমিকেরা এখন পর্যন্ত শ্রমিক হিসেবে স্বীকৃতি পায়নি। তাদের অধিকার রক্ষার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। নেই কোনো নিদিষ্ট মজুরির বিধান।

আইএলও এবং ইউনিসেফ পরিচালিত ২০০৭ সালের বেসলাইন জরিপ অনুযায়ী বাংলাদেশে (৬-১৭) বছরের শিশু গৃহশ্রমিক মোট ৪ লাখ, ২০ হাজার এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৪৭ হাজার গৃহশ্রমিক।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এর তথ্য মতে, দশ বছরের গৃহশ্রমিকদের উপর ৭৯৯টি নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে।
এর মধ্যে নির্যাতনে মারা গেছে ৩৯৮ জন, আহত হয়েছেন ২৯৯ জন এবং অন্যান্য নির্যাতনের শিকার হয়েছেন ১০০ জন।

নাগরিক উদ্যোগ এর একটি সমীক্ষায় দেখা যায়, ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত মোট ৪৭টি ঘটনায় মোট ৪৯ জন গৃহশ্রমিক নির্যাতিত হয়েছেন। এর মধ্যে ২৬টি ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকা শহরেই।

আর নির্যাতনে ফলে মৃত্যু হয়েছে ৬ জনের, বিভিন্ন কারণে নিহত হয়েছে ১১ জন, আত্মহত্যার ঘটনা ঘটেছে ১১টি, ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে, যৌন হয়রানীর শিকার হয়েছেন ৩ জন, শুরুতর আহত হয়েছেন ১২ জন, অগ্নিদগ্ধ হয়েছেন ২ জন এবং নিখোঁজ হয়েছেন ১ জন।

আত্মহত্যার ১১টি মধ্যে ৮টি হয়েছে গলায় ফাঁস দিয়ে। এসব ক্ষেত্রে পরিবার বা এলাকাবাসীর দাবি নির্যাতনের ফলে মৃত্যু।

গৃহকর্মীদের নির্যাতনের ৩৯টি ঘটনায় মামলা হয়েছে ১৯টি। এর মাঝে হত্যা মামলা হয়েছে ৩টি, অপমৃত্যু মামলা হয়েছে ৮টি, ধর্ষণের মামলা হয়েছে ১টি এবং অন্যান্য ৭টি। আর এ মামলাগুলো খুব কম টাকায় মীমাংসা হয়ে যায়, এমনকি হত্যা বা ধর্ষণের মতো ঘটনাগুলোও।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫ সালের একটি যৌথ জরিপে দেখা যায়, গৃহশ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে, তারা শিক্ষা এবং চিত্তবিনোদনের সুযোগ থেকে বঞ্চিত। অবমাননাকর ভাষা, চাকরি হারানোর হুমকি, যৌন হয়রানি, নিরাপত্তাহীনতা ও মানসিক হতাশা তাদের নিত্যসঙ্গী। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫