স্টাফ রিপোর্টার ॥ ২ জুলাই ক্যারিবীয় ক্রিকেট লীগে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে এই লীগ বাদ দিয়ে ক্যাম্পে ফিরার জন্য চিঠি দিয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। গতকাল সাকিবের চিঠি’র বিষয়ে তিনি বলেন, ‘তাকে (সাকিব) চিঠি দেয়া হয়েছে যেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে চলমান ক্যাম্পে যোগ দেন। অন্যদিকে সাকিব আল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। আগামী আগস্টেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে একটি পূর্নাঙ্গ সিরিজ খেলতে। সেই সিরিজকে সামনে রেখে বিসিবি এরই মধ্যে ২৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে।