এবার সাকিবের খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক ॥ বর্তমানে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি খেলা ছেড়ে দেয়ার হুমকির গুজব টপ অফ দ্য ক্যান্ট্রি ছিল। এ বিষয়ে সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্নজন বিভিন্ন ধরণের স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে সাদাত হোসাইনের লেখা একটি আবেগঘন খোলা চিঠি ফেসবুকসহ গণমাধ্যমে তোলপাড় তোলে। এরই বিপরীতে এবার সাকিব তার ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পোস্ট করেছেন। আজ মঙ্গলবার ২টা ২৪মিনিটে তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এটি পোস্ট করেন। যা ইতোমধ্যে ৪৫ হাজার বার লাইক ও ১৫০০ বার শেয়ার হয়েছে।

নিচে শেয়ারনিউজ পাঠকদের জন্য সাকিবের দেয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
উবধৎ ঋধহং, জধসধফধহ গঁনধৎধশ! ও ধস ঃৎঁষু ড়াবৎযিবষসবফ নু ধষষ ঃযব ষড়াব ধহফ ংঁঢ়ঢ়ড়ৎঃ ও যধাব ৎবপবরাবফ ভৎড়স ুড়ঁ রহ ঃযব ঢ়ধংঃ ধহফ বাবহ সড়ৎব ংড় হড়.ি ওহ ঃযরং সড়সবহঃ ড়ভ ঃৎঁঃয, ঢ়ষবধংব শহড়ি ভৎড়স ঃযব াবৎু নড়ঃঃড়স ড়ভ সু যবধৎঃ ঃযধঃ ও ধস যিড় ও ধস নবপধঁংব ড়ভ ুড়ঁৎ ঁহফুরহম ষড়াব ধহফ ংঁঢ়ঢ়ড়ৎঃ ধহফ ঃযব পড়ষড়ঁৎং ড়ভ ড়ঁৎ ভষধম. ও ঢ়ষধু বাবৎু সড়সবহঃ শববঢ়রহম ঃযরং ষড়াব ধহফ বসড়ঃরড়হ রিঃয সব. গু পড়ঁহঃৎু সবধহং সড়ৎব ঃযধহ ধহুঃযরহম বষংব ঃড় সব ধহফ ও রহঃবহফ ঃড় ভরমযঃ ভড়ৎ সু পড়ঁহঃৎু ধহফ সু ভবষষড়ি পড়ঁহঃৎুসবহ ধঃ বাবৎু ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃু ও মবঃ…ঢ়ষবধংব শববঢ় সব রহ ুড়ঁৎ ঃযড়ঁমযঃং ধহফ ঢ়ৎধুবৎং ধং ও ধষধিুং ফড় ভড়ৎ ুড়ঁ…
খড়াব ুড়ঁ ধষষ, -ঝযধশরন.
পাঠকদের সুবিধার জন্য এর অনুবাদ নিচে তুলে ধরা হলঃ
“প্রিয় ভক্তবৃন্দ রমাজান মোবারক।অতীতে, এমনকি এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে যে পরিমান ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি সত্যিই ভীষণ অভিভূত। সত্যি বলতে কি, এই মুহূর্তে আমি যদি আমার হূদয়ের অন্তস্থল দেখাতে পারতাম, তাহলে বুঝতেন আজকের এই আমি কেবল শুধু মাত্র আপনাদের ভালোবাসা, সমর্থন আর বাংলাদেশের পতাকার রঙের জন্যই। এই ভালোবাসা, এই আবেগ নিয়েই আমি সব সময় খেলি। অন্য সব কিছুর চাইতে দেশ আমার কাছে সবকিছুরই ঊর্ধ্বে এবং দেশ ও দেশের মানুষের জন্য যখনই সুযোগ পাই তখনই লড়াইয়ে নামতে আমি বদ্ধপরিকর…আশা করি, আপনারা সব সময়ই আমাকে আপনাদের হূদয়ে ঠাঁই দেবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আপনাদের জন্য সব সময়ই কিছু করতে পারি।
আপনাদের সবাইকে ভালোবাসি, সাকিব।”

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫